Aug 17 2024
৬ষ্ঠ শ্রেণি-২০২৩ রেজিষ্ট্রেশন ও ৮ম, ৯ম শ্রেণির তথ্য সংশোধন প্রসঙ্গে।
এতদ্বারা পিপলাকান্দি উচ্চ বিদ্যালয়ের ২০২৩ সনের ৬ষ্ট, ৮ম ও ৯ম শ্রেণির শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে, ৬ষ্ট শ্রেণির রেজিষ্ট্রেশন যারা করতে পারনি তারা রেজিষ্ট্রেশন করতে পারবে। ৮ম ও ৯ম শ্রেণির শিক্ষার্থীদের বিভিন্ন তথ্যাদি সংশোধন সংযোজন প্রয়োজন তা করতে পারবে। উক্ত কার্যক্রম আগামী ০৭ সেপ্টেম্বর-২০২৪খ্রি. পর্যন্ত বিদ্যালয়ের অফিস কক্ষে নিম্মবর্ণিত কাগজপত্র সহ ০৫ সেপ্টেম্বর-২০২৪ তারিখের মধ্যে যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে নির্দেশ প্রদান করা হলো। অন্যথায় বিদ্যালয় কর্তৃপক্ষ দায়ী হবে না।
যা প্রয়োজনঃ-
১। শিক্ষার্থীর জম্মনিবন্ধনের ফটোকপি- ০১টি।
২। ৫ম শ্রেণি উর্ত্তীনের প্রমানপত্রের ফটোকপি- ০১টি।
৩। পিতা ও মাতার আইডি কার্ডের ফটোকপি- ১+১=২টি।
৪। শিক্ষার্থীর পাসপোর্ট সাইজের ছবি ০১কপি।