১৯৩৭ সালে প্রতিষ্ঠাতা মরহুম আসমত আলী সাহেবের অক্লান্ত পরিশ্রমে এই প্রতিষ্ঠানটি আজ একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে খ্যাতি লাভ করেছে। বিদ্যালয়টি ১৫৯ শতক জমির উপর প্রতিষ্ঠিত। ১ টি পাকা ইমারত ও ২ টি একতলা ভবন, ২টি আধা পাকা বিল্ডিং ও বিশাল টিন সেট বিল্ডিং এ ১৭টি কক্ষ আছে। ১৩টি শ্রেনীকক্ষ, ১ টি অফিস কক্ষ, ১ গ্রন্থাগার, ১টি বিজ্ঞানাগার,২টি নলকূপ, ৩ টি টয়লেট ও ১টি সুবিশাল খেলার মাঠ রয়েছে।